সাড়ে ছয় লাখ বছর আগের  ‘ভুতুড়ে জনগোষ্ঠীর’ সন্ধান!

ফেব্রুয়ারি ১৫, ২০২০
Spread the love

রয়টার্স, ওয়াশিংটন
পৃথিবীর বুকে প্রায় পাঁচ লাখ বছর আগেও  তাদের পদচারণা ছিল। তবে  মানব প্রজাতির বিবর্তনের ধারা থেকে ছিটকে পড়ে। তা সত্ত্বেও আজও পৃথিবীতে তাদের জিন বহন করে চলেছে মানুষ। বিজ্ঞানীরা মানুষের এই নিকটাত্মীয়দের সম্পর্কে এখনো তেমন জানতে পারেননি । তাই তাদের নাম দেওয়া হয়েছে ‘ভুতুড়ে জনগোষ্ঠী’।
ধারণা করা হচ্ছে, ভুতুড়ে ওই জনগোষ্ঠী সাড়ে ছয় লাখ বছর আগে বিবর্তনের ধারা থেকে ছিটকে পড়ে। এই বিবর্তনের ধারায়ই আধুনিক মানুষের আবির্ভাব ঘটে।

 ওয়াশিংটনভিত্তিক  আন্তর্জাতিক সংগঠন দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’ গত বুধবার এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে। গবেষণাটি করেছেন আমেরিকার  ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) একদল বিজ্ঞানী।

 নিবন্ধে বলা হয়, পশ্চিম আফ্রিকার অধিবাসীদের জিন পরীক্ষার সময় ওই ভুতুড়ে জনগোষ্ঠী সম্পর্কে ধারণা পান তাঁরা। গবেষণায় জানা যায়, বিলুপ্ত এই প্রজাতির সঙ্গে আধুনিক মানুষের পূর্বপুরুষদের লাখো বছর আগে মিথস্ক্রিয়া হয়।আর  এটা  ঘটেছিলো আফ্রিকায়। ওই অঞ্চলের মানুষ আজও ভুতুড়ে ওই জনগোষ্ঠীর দু্ই থেকে ১৯ শতাংশ পর্যন্ত  বৈশিষ্ট্য বা জিনগত স্বভাব বহন করে চলছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) মানবজিন ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক শ্রীরাম শঙ্করারমন এ গবেষণা নিবন্ধ রচনায় নেতৃত্ব দিয়েছেন। শ্রীরাম শঙ্করারমন  এ প্রসঙ্গে বলেছেন, ‘এই প্রজাতি সম্পর্কে আমরা এখনো খুব বেশি কিছু জানতে পারিনি। তারা বাস করত কোথায়, তাদের বিলুপ্তির কারণ কী, এ সবের কিছুই জানা যায়নি।’