আমতলীতে আনন্দ শোভাযাত্রা

নভেম্বর ২৫, ২০১৭
Spread the love

আমতলী প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার”এর অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রাটি আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়। শোভাযাত্রাটি আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে পৌরসভার সামনে শেষে হয়। এ শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজার সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ের সামনের পথসভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি  জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা  গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আ.লীগের সহসভাপতি  নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন, মো. শহিদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান  খান, মো. বোরহান উদ্দিন  তালুকদার, হারুন অর রশিদ ও চাওড়া ইউপি আ.লীগ সভাপতি মো. আহুরুজ্জামান আলমাস খাঁন প্রমুখ।