ফেরাউনের ইতিহাস জানুন

Spread the love

রাকিবুল ইসলাম

ফেরাউন বলতে এতোদিন কোনো অভিশপ্ত ব্যক্তির নাম মনে করার হতো।  মূলত এটা  কারো নাম নয়। বনি ইসরাইলিদের যুগের ধর্ম যাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি এটা। পরবর্তীতে বনি ইসরাইলিরা যখন রাজ্য শাসনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন যারা ওই অঞ্চলের রাজা হতো তাদেরকে ফেরাউন বলে সম্বোধন করা হতো। এখানে সংক্ষেপে ফেরাউনদের পরিচয় তুলে ধরা হলো-ক. আমালেকা জাতির রাজার খেতাব ছিল ফেরাউন।

প্রথমত, মিশরের অধিবাসী কিবতীদের রাজার খেতাবও ছিল ফেরাউন।

দ্বিতীয়ত, হজরত মুসা আলাইহিস সালামের সময়ের (কিবতীদের শাসক) ফেরাউনের নাম নিয়ে মতভেদ রয়েছে-

তৃতীয়ত, হজরত মুসা আলাইহিস সালামের সময়ের (কিবতীদের শাসক) ফেরাউনের নাম নিয়ে মতভেদ রয়েছে-

ফেরাউন কেমন ছিল দেখতে?

 

১. হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস ও পিথম নগরী নির্মাণ করেন। সে-ই হচ্ছেন দ্বিতীয় রামেসিস।

২. কেউ কেউ বলেন হজরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানে অবস্থানকালে ক্ষমতাসীন ফেরাউনের (অর্থাৎ দ্বিতীয় রামেসিসের) মৃত্যু ঘটে এবং হযরত মুসার জীবনের পরবর্তী ঘটনাবলী সংঘটিত হয় দ্বিতীয় রামেসিসের উত্তরাধিকারী মারনেপতাহর রাজত্বকালে।

৩. কেউ কেউ বলেন, হজরত মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম ছিল ওলীদ ইবনে মাসআব ইবনে রাইয়ান। তার বয়স হয়েছিল চারশত বছরেরও অধিক। হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম ছিল রাইয়ান। এ দুই ফেরাউনের মধ্যে ৪০০ বছর সময়ের ব্যবধান ছিল।

সুতরাং ফেরাউনদের নাম যাই হোক, তৎকালীন শাসকদের খেতাব ছিল ফেরাউন। ইতিহাসে এ সকল শাসকরা ফিরাউন নামে পরিচিতি লাভ করেছে। সর্বশেষ ফেরাউনের লাশ  মিসরের মিউজিয়ামে রয়েছে।

বিভিন্ন সময়ে আগত ফেরাউনদের নামসহ পৃথিবীর ক্ষমতা বাদশাদের খেতাবগুলো তুলে ধরা হলো-
>> আমালেকা জাতির রাজার খেতাব ছিল ফেরাউন।
>> মিশরের অধিবাসী কিবতিদের রাজার খেতাবও ছিল ফেরাউন।
>> হজরত মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম ছিল ওলিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান। তার বয়স হয়েছিল চারশত বছরেরও অধিক।

>> হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম ছিল রাইয়ান। এ দুই ফেরাউনের মধ্যে ৪০০ বছর সময়ের ব্যবধান ছিল।
>> পারস্য রাজার খেতাব ছিল কেসরা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাসানী যুগের শাসক খসরু পারভেজকে কেসরা অভিহিত করে চিঠি লিখেছিলেন।

>> রোম রাজ্যের শাসকের খেতাব ছিল হেরাকেল।
>> তুরস্কের রাজাদের খেতাব ছিল খাকান।
>> ইয়ামেনের বাদশাহদের খেতাব ছিল তোব্বা।
>> আবিসিনিয়ার বাদশাহকে নাজ্জাশি বলে সম্বোধন করা হতো।