আন্তর্জাতিক ডেস্ক
অমানবিকতা আর নৃশংসতার চূড়ান্ত সীমা লঙ্ঘন করল উগ্রপন্থী সংগঠন তালেবান। এতোদিন মানব শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হামলা চালিয়ে ব্যাপক মানুষের প্রাণহানি ঘটনোর পর এবার মানববোমা হিসেবে এই উগ্রবাদীরা ব্যবহার করেছে চার মাসের এক শিশুকে!
কাবুলে এই নবজাতক শিশুকে দিয়ে বিস্ফোরণের এমন অপচেষ্টা ব্যর্থ করে দিল কাবুলের নিরাপত্তারক্ষীরা। এসময় নিরাপত্তারক্ষীরা গ্রেপ্তার করা হয় চার জঙ্গি ও এক নারীকে। এরা ওই ছোট্ট শিশুকে বহন করার একটি বাক্সের নীচে বোমা ও ওপরে শিশুটিকে রেখে বিস্ফোরণের নির্মম চেষ্টা করে। কিন্তু জঙ্গিরা তাদের নির্ধারিত স্থানে পৌঁছাবার আগেই পুলিশ খবর পেয়ে তাদের ধরে ফেলে।
কাবুল পুলিশ বলছে, ভয়ঙ্কর এই বোমাটি বিস্ফোরণ হলে প্রথমেই ছোট্ট ওই শিশুটি ছিন্নভিন্ন হত। পুলিশের সতর্ক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই ভয়ঙ্কর অবস্থা এড়ানো সম্ভব হয়েছে। এতে শিশুটির পাশাপাশি জান-মালের রক্ষা হয়েছে।
দেশটির মানবাধিকার রক্ষা বিষয়ক কমিটির সহকারী প্রধান সোয়িতা আবুলরাহিজাই বলছেন, ‘ সন্ত্রাসী কাজে এমন ছোট্ট শিশুদের ব্যবহারের ঘটনা এটাই প্রথম। এমন অমানবিক ও নৃসংশ ঘটনা আমাদের শিউরে দিয়েছে। নিরপরাধ ছোট্ট এক শিশুকে দিয়ে কেউ মানববোমা তৈরি করতে পারে সেটা কল্পনাতীত। নিরাপত্তাকর্মীদের সতর্কতায় শিশুটির প্রাণও বাঁচানো গেছে।’