পাথরঘাটা পৌর শহরের সড়কগুলোর বেহাল অবস্থা

অক্টোবর ৪, ২০১৮
Spread the love

আয়না২৪ সংবাদদাতা

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বরগুনার পাথরঘাটা পৌর শহরের রাস্তা-ঘাট খানাখন্দে ভরে গেছে। বেহাল হয়ে পড়া এ রাস্তাগুলোতে দুর্ঘটনা নিত্য নৈমেত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে পৌরবাসীদের অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া গোটা পৌর শহরে রাস্তা কেটে পানির লাইন তৈরি করার পর সংস্কার না করার ফলে রাস্তাগুলো আরো বেহাল হয়ে ব্যবহার অনুপযোগী ও শ্রীহীন হয়ে পড়েছে। জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারন হলো অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে। আর বৃষ্টি হলেই পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

অনেকে আবার ব্যক্তিগত মনে করে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান থাকলেও অনুমতি ছাড়াই  পুকুর, জলাশয় ও ডোবা-নালা প্রতিনিয়ত বালু দিয়ে এসব ভরাট করা আসছে।

পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, পৌরশহরের উকিলপট্টির রাস্তা সবসময় ড্রেনের পানিতেই তলিয়ে থাকে। গাড়ি চলাচল করতে পারলেও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পরেছে।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান,

এসব রাস্তা মেরামত করা সম্বব হচ্ছে না কারন পৌরসভার তহবিল সংকট আর মন্ত্রনালয় থেকে যে বরাদ্ধ পাই তা চাহিদার চেয়ে অনেক কম। ইতমধ্যেই কিছু রাস্তার দরপত্রের আহ্বান করা হয়েছে।