• Home  / 
  • অপরাধ  / 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাবের অভিযান

Spread the love

আয়না২৪ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জানান,

শুক্রবার (৫ অক্টোবর) ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। সোনাপাহাড় গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখার সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে বলেও দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে বোমা অপসারণকারী দল রওনা হয়েছে। তারা আসলেই আস্তানাটিতে ঢোকা হবে। সেখানে কী পরিমাণ বিস্ফোরণ আছে, তা পরে জানাতে পারব।

গত ১৫ ও ১৬ মার্চ জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের সীতাকু-ে দুটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জঙ্গি ও এক শিশুর মৃত্যু এবং দুই জনকে আটকের পর বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং বোমা উদ্ধার করে পুলিশ। আর আগে ৭ মার্চ একই জেলার মিরসরাইয়ে একটি বাড়ি থেকেও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা, গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র।

র‌্যাব সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে এই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে খবর পায় র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। এরপর বাড়িতে কয়েক দফা বোমা ও গুলির শব্দ শোনা যায়। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয় ইউনিট মিরসরাইয়ে এসে পৌঁছেছে। তারা বাড়ির ভিতরে প্রবেশ করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে ।