• Home  / 
  • অপরাধ  / 

তরুণীর পেট থেকে উদ্ধার পাঁচ কোটি রুপির কোকেন ক্যাপসুল

Spread the love

আয়না২৪ ডেস্ক 

ভারতের একজন তরুণীর পেটের ভেতর থেকে পাওয়া গেছে ১০৬টি ক্যাপসুল।

দেশটির পুলিশ বলছে, একজন নারীর পাকস্থলী থেকে তারা সফলভাবে ১০৬টি কোকেন ক্যাপসুল বের করে এনেছে। ব্রাজিল থেকে সে এভাবে মাদক বহন করে এনেছিল বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ আরও বলছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে রাজধানী দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। ওই নারীর কাছ থেকে উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক পাঁচ কোটি রুপির মতো। কোকেন ক্যাপসুল বের করে আনার জন্য ওই মহিলাকে গত সপ্তাহে হাসপাতালে ল্যাক্সাটিন ওষুধ দেওয়া হয়েছিল।

ভারতের মাদক অধিদপ্তরের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে বলেন, অতীতে কখনো এক ব্যক্তির পেটে এতগুলো কোকেন ক্যাপসুল পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এগুলো কলম্বিয়ার উচ্চ মাত্রাসম্পন্ন কোকেন।