আয়না২৪ ক্রিড়া
একটা সময় ছিল যখন বাংলাদেশের মেয়েদের ভিয়েতনাম নিয়ে ভয় ছিল। কিন্তু ২-০ গোলের জয় দিয়েই বাংলাদেশের মেয়েরা সেই ভয়ের বাধা পার হলো।
রোববার বেলা সাড়ে ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছে বাংলাদেশ। একটি করে গোল করেছে ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার আঁখি খাতুন। নেদারল্যান্ডসের উট্রেক্টে শনিবার ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিং দিয়ে তা পুষিয়ে নিলেন বাংলার মেয়েরা। নিজেদের করা ১২২ রানের বিপরীতে আইরিশদের গুটিয়ে দিয়েছে ৯৭ রানে। আয়ারল্যান্ড বিপক্ষে ২৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
এশিয়া কাপ শিরোপার অভাবনীয় সাফল্যের পর আয়ারল্যান্ডে সিরিজ জয়, এবার বাছাইপর্বের শিরোপা, দারুণ গতিতে ছুটছে বাংলাদেশের মেয়েদেরা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০ ওভারে ১২২/৯ (শামিমা ১৬, আয়েশা ৪৬, ফারজানা ১৭, নিগার ৫, জাহানারা ১২*, সালমা ৭, নাহিদা ১*; ইসোবেল ০/১৬, রিচার্ডসন ০/১৬, ম্যাটকাল্ফ ২/২৪, ও’রাইলি ৪/২৮, গার্থ ০/১৮, ডেলানি ১/১৯)।
আয়ারল্যান্ড : ১৯.৪ ওভারে ৯৭ (লুইস ২৬, রিচার্ডসন ২৩, শিলিংটন ১৪; জাহানারা ৩-০-১২-১, সালমা ৪-০-২৪-০, পান্না ৪-০-১৬-৫, নাহিদা ৩.৪-০-১৫-২, রুমানা ৩-১-১৪-২, ফাহিমা ১-০-১৩-০)।
আগামী বছরের ফেব্রয়ারিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াই। সে টুর্নামেন্টের ভেন্যু এখনো ঠিক হয়নি।