বঙ্গবন্ধু স্টেডিয়ামে লেজার শোতে উন্নয়নের অগ্রযাত্রা

Spread the love

আয়না২৪

বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দৈনন্দিন রুটিনের বাইরে হাজার হাজার মানুষের সঙ্গে এক আনন্দঘন ও অনুপ্রেরণাদায়ক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে  আলোকপাত করা হয় দেশের ইতিহাসে সবচেয়ে জমকালো লেজার শোতে বিগত বছরগুলোতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা এবং একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত জাতি গঠনে দেশের সংগ্রামের ওপর। এ উৎসব,এ রঙের ছটা অর্জনের।আর সেই অর্জন বাংলাদেশের।স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে দেশবাসীর ললাটে এ উৎসবের উপলক্ষ এসেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরো যারা অনুষ্ঠান উপভোগ করেন তাঁদের মধ্যে ছিলেন,তাঁর ছোট বোন শেখ রেহানা, তাঁর ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ও তাঁর দুই নাতি। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, লেখক, শিল্পী, সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আনন্দময় অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভাষণের উল্লেখযোগ্য অংশ বাজানো হয়, যেখানে তিনি দেশবাসীকে সাফল্য সমুন্নত রেখে যে লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল অর্থনৈতিক সমৃদ্ধির সেই কাক্সিক্ষত গন্তব্যের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

দর্শনীয় আতশবাজি ও লেজার শোয়ের মাধ্যমে এ অনুষ্ঠানকে বর্ণিল শোভাময় করে তোলা হয়। অনুষ্ঠানে লেজার রশ্মির মোহনীয় বর্ণচ্ছটা নগরবাসীর জন্যও ছিল চোখে দেখার মতো এক স্মরণীয় ঘটনা।