আয়না২৪ ডেস্ক
খ্যাতির জন্য ছোট থেকেই কঠোর পরিশ্রম। এই অতিরিক্ত পরিশ্রমের ধকল আর নিতে পারল না ১৪ বছরের মডেল কিশোরীর শরীর। ক্রমাগত ১২ ঘণ্টা ধরে শো করার ফলে মৃত্যু হয়েছে রাশিয়ার মডেল কিশোরী ভ্লাদা জ্যুবার।
চীনে শো করতে গিয়েছিল ভ্লাদা। সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগ, টানা ১২ ঘণ্টা ধরে কাজ করছিল ১৪ বছরের মডেল। মাঝে কোনও বিশ্রাম পায়নি। অতিরিক্ত এই পরিশ্রমের ধকল নিতে পারেনি তার শরীর। অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে জানায় কোমায় চলে গিয়েছে কিশোরী। পরে সেখানেই তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর জন্য রাশিয়ান এজেন্সিকেই দায়ী করেছেন ভ্লাদার মা ওকসানা। ভিসা পাননি বলে মেয়ের সঙ্গে চিনে যেতে পারেননি বলে জানান তিনি। ওকসানার অভিযোগ, মেয়ের সঙ্গে শেষ যখন তার কথা হয়েছিল বড্ড ক্লান্ত ছিল সে। জানিয়েছিল লাগাতার শো করে চলেছে। একটু ঘুমোতে চায়। কিন্তু তা করতে দেয়নি ওই এজেন্সির অমানবিক চুক্তিপত্র। এই চুক্তির জন্যই টানা কাজ করে যেতে হয়েছে ভ্লাদাকে।
ওকসানার অভিযোগ অস্বীকার করা হয়েছে ওই এজেন্সির পক্ষ থেকে। মডেলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানানো হয়েছে, আগে থেকেই কোনও শারীরিক অসুস্থতা ছিল ভ্লাদার। চিনে এসে ডাক্তারের কাছেও সে যেতে চায়নি। কারণ তার চিকিৎসা বিমা ছিল না। বেশি খরচ হয়ে যাওয়ার কারণেই চিকিৎসা এড়িয়ে গিয়েছে কিশোরী। সে কারণেই তার মৃত্যু হয়েছে। এজেন্সির চুক্তিপত্রে কাজের সময় বেঁধে দেওয়া নেই। মডেলদের বেশিরভাগ সময় চার থেকে আট ঘণ্টা কাজ করতে হয়। যদিও এ তথ্য মানতে নারাজ ওকসানা জ্যুবার। ইতিমধ্যেই মেয়ের শেষকৃত্যে শামিল হতে চিনে উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।