আয়না২৪ নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ব্যানারসহ অবৈধ স্থাপনা। আর এই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকানপাট, বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আর উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সকল প্রার্থীর সমান সুযোগ থাকবে। সম্ভাব্য প্রার্থীরা দ্রুততম সময়ের মধ্যে রাস্তা, পাড়া ও মহল্লায় যেসব ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছে সেগুলি নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ১ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর হস্তে দমন করা হবে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।