নিজস্ব প্রতিবেদক
গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম ‘দেয়ঈ’। ‘দেয়ঈ’ আজ শুক্রবার ভারতের দক্ষিণ ওডিশা বা উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি তেমন শক্তিশালী নয়। আঘাত হানার সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে ।
আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলে জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা নেই। তবে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর রাত ১২টার দিকে বলেছে, ঘূর্ণিঝড় দেয়ঈ আজ মধ্যরাত বা ভোরের দিকে ভারতের দক্ষিণ ওডিশা বা উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। গতকাল মধ্যরাতে ঘূর্ণিঝড়ের ৫৬ কিলোমিটার কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড়টি গতকাল রাত ১২টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ৮১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮০০ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ৬৫০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়। কিছু এলাকায় বৃষ্টিও হয়। আজও সকাল থেকে উপকূলে প্রবল ঝোড়ো হাওয়া এবং কিছু এলাকায় থেমে থেমে সামান্য বৃষ্টি হচ্ছে।
বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে সাগরে না যাওয়ার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাত ১০টার পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর প্রভাবে বাংলাদেশে আগামী দুই-তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বেশি। যদি তা হয়, তাহলে ওই ঘূর্ণিঝড়ের নাম হবে দেয়ঈ। এশিয়া ও প্রশান্ত মহাসাগর-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) ঘূর্ণিঝড় বিশেষজ্ঞরা বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরে প্রতিবছর যেসব সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তার আগাম নাম ঠিক করে থাকেন।
২০১৮-এর সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হলে আগাম নাম দেওয়া হয়েছিল দেয়ঈ। মিয়ানমারের পক্ষ থেকে দেওয়া ওই নামের অর্থ ‘সুন্দরী নারী’। তবে ডিকশনারি অনুযায়ী দেয়ঈ মানে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মাঝখানের সময়টাকে বোঝায়।
রাত ১০ দিকে গভীর নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ ৪৮ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত রয়েছে, যা ঝোড়ো হাওয়ার বেগে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।