ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলা

Spread the love

আয়না২৪ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের প্রধান কার্যালয়ে অস্ত্রধারী এক নারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার জন আহত হয়েছেন। হামলাকারী নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনবিসির রিপোর্টে বলা হয়েছে, নিহত ওই নারী হামলাকারীর নাম নাসিম আহডম (৩৮)। তাকে পশু অধিকার কর্মী হিসেবে খবরে বলা হচ্ছে।  

তখন কার স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। জাকারবার্গ সানফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন। হামলায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তবে একজন আশঙ্কামুক্ত থাকার কথা তিনি নিশ্চিত করেন।

শহরটির পুলিশ প্রধান এড বারবেরিনি জানান, ইউটিউব কার্যালয় থেকে হামলাকারী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। পুলিশে ধারণা করেছেন, নিজের আগ্নেয়াস্ত্র দিয়েই ওই হামলাকারী নারী আত্মহত্যা করেছেন।

ইউটিউবের ওই কার্যালয়ে কাজ করেন ১ হাজার ৭০০ জন কর্মী। গুগলের মালিকানায় থাকা ইউটিউব ওই অঞ্চলের সবচেয়ে বড় নিয়োগদাতা প্রতিষ্ঠান।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।