অ্যালার্জির কারণ উদঘাটন করলেন বাংলাদেশি গবেষক হায়দার আলী

এপ্রিল ১১, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

মানবদেহে অ্যালার্জি হওয়ার কারণ উদঘাটন করেছেন বাংলাদেশি গবেষক  হায়দার আলী। সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রবন্ধ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার (ইউপেন) এক জার্নালে প্রকাশিত হয়েছে।

আগামী ২৫-২৭ মে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিতব্য ‘ইউরোপিয়ান মাস্ট সেল অ্যান্ড বাসফিল রিসার্চ নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল মিটিংয়ে’     তিনি   গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

 এরইমধ্যে  ‘ইমিউন সিস্টেমে’ একটি ক্ষুদ্রাংশ ‘মাস্ট সেল’ আবিস্কার করে গবেষণা ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছেন  হায়দার আলী। কারণ, এই সেল হচ্ছে অ্যালার্জি ও অ্যাজমার কারণ। হায়দার আলীর গবেষণায় উদঘাটিত হয়েছে  ইমিউন সিস্টেমের একটি অংশ হলো মাস্ট সেল, যা রক্তে থাকে না, এটি থাকে টিস্যুতে।

   সিলেট জেলায় জন্মগ্রহণকারী হায়দার আলী শৈশবে যুক্তরাষ্ট্রে যান।  সেখানে পড়াশোনা শেষ করেন। তিনি পিএইচডি থিসিস এবং পোস্ট ডক্টরাল থিসিস করেন লন্ডনে। ১৯৯৮ সাল থেকেই তিনি মাস্ট সেল নিয়ে গবেষণা করছেন।

হায়দার আলী ইউপেনের প্যাথলজির অধ্যাপক এবং ইউপেন স্কুল অব ডেন্টাল মেডিসিনের ফ্যাকাল্টি অ্যাডভান্সমেন্ট ও ডাইভার্সিটির পরিচালক হিসেবে  কর্মরত আছেন।