মারা গেল শ্রীমঙ্গলের সেই পোষা হাতি ‘রাজলক্ষ্মী’

জুলাই ২১, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরভাড়াউড়া এলাকায় এক সপ্তাহ ধরে আহত অবস্থায় পড়ে থাকা পোষা হাতি ‘রাজলক্ষ্মী’ মারা গেছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে হাতিটি মারা যায় বলে জানিয়েছেন হাতিটির মালিক সিরাজুল ইসলাম। সিরাজুল কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজলক্ষ্মীকে উদ্ধারে মালিক, ভেটেরিনারি সার্জন, সরকারি কর্মকর্তা ও বন বিভাগের লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। জেলা ভেটেরিনারি সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার জানান, রাজলক্ষ্মীর ওজন প্রায় ৩ হাজার কেজি হবে। হাতিটির বয়স প্রায় ৩৫ বছর।  

হাতিটি মেরুদণ্ডে আঘাত পেয়েছিল বলে ধারণা করছেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরেনারি সার্জন আরিফুর রহমান। হাতিটিকে ঢাকা চিড়িয়াখানা ও ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা দিচ্ছিলেন।

হাতির মালিক কমলঞ্জ উপজেলার কানাইদেশি গ্রামের সিরাজুল ইসলাম। হাতিটি তিনি বিভিন্ন কাজের জন্য ভাড়া দিতেন।

“মাস দুই আগে এক বছর মেয়াদে ভাড়া দিয়েছিলাম নরসিংদীর কাজল খান নামে এক বক্তিকে। কাজল হাতিটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বিয়ে, সার্কাস, গাছ টানা, শোভাযাত্রা প্রভৃতি কাজে খাটাতেন।”

কাজল হাতিটিকে গত শুক্রবার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের ৫ নম্বর ব্রিজের পাশে রেখে ফোন দিয়ে জানালেও এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না বলে মালিক সিরাজের অভিযোগ।

তিনি বলেন, দাদার আমল থেকে তারা হাতি পালন করে আসছেন। একসময় তাদের আটটি হাতি ছিল। এখন আছে দুটি। অপরটির মালিক তার এক চাচা।

হাতিটি তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম জানিয়ে এর আগে তিনি বলেছিলেন, এর কিছু হয়ে গেলে তাদের পথে বসতে হবে।