সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধ, একজনকে পিটিয়ে হত্যা

জুলাই ২৪, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেতন

জমি নিয়ে বিরোধের জের ধরে আজ সিরাজগঞ্জের তাড়াশে খোরশেদ আলম খুশি (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, খোরশেদ আলম খুশির সাথে আবুল হোসেন নামে এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে জমির মাপ নিয়ে খুশির সাথে আবুল হোসেনের ছেলে আব্দুল আজিজের কথা কাটাকাটি হয়।

এর পর্যায়ে আজিজসহ তার তিন ভাই খুশিকে বেদম পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম খুশি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিন ভাইসহ অন্যরা পালিয়ে যান।

ঘটনাস্থলে থাকা তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।