আয়না২৪ নিজস্ব প্রতিনিধি
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকার পক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের লাশ পাঁচদিন পর উদ্ধার করেছে র্যাব।
নিখোঁজ হওয়ার চারদিন পর গতকাল র্যাব তার বাড়ির পাশের এক বাঁশঝাড় থেকে রথীশের ব্যবহৃত একটি শার্ট উদ্ধার করে। পঞ্চম দিন রথীশের বাড়ির আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েনর (র্যাব-১৩) অধিনায়ক মেজর আরমিন রাব্বী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারের পর রথীশের ছোট ভাই সুশান্ত ভৌমিক লাশটি শনাক্ত করেন।
এর আগে ওই আইনজীবী নিখোঁজের ঘটনায় রথীশের স্ত্রী দীপা ভৌমিক ও তার দুই সহকর্মীকে গ্রেপ্তার করে র্যাব-১৩। দীপার দুই সহকর্মী হলেন- তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম ও মতিয়ার রহমান।
র্যাব জানায়, রথীশের স্ত্রী দীপা ভৌমিক ও তাঁর দুই সহকর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযানে নামে র্যাব। আটক করা ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশের সন্ধান মেলে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, চার-পাঁচ দিন আগে হত্যার পর লাশটি নির্মাণাধীন বাড়িটিতে মাটিচাপা দেয়া হয়েছিল।