নিভৃতচারী ও নির্জনতার কবি এমিলি ডিকেনসন
নভেম্বর ১২, ২০১৮রহমান রাকিব এমিলি ডিকেনসন যিনি নিভৃতচারী ও নির্জনতার কবি হিসেবে বিশ্ব সাহিত্যের ইতিহাসে খ্যাতিমান। প্রথাবিরোধী এবং লৌকিকতা বিবর্জিত এই কবি বিংশ শতাব্দীর কাব্য জগতে সৃষ্টি করেছিলেন এক অনন্য ধারা। নতুন ধারার প্রবর্তক এই কবি ছিলেন প্রচারবিমুখ। এজন্য তাঁর কবির কাব্যপ্রতিভার বিশ্ব দরবারে প্রকাশ ঘটে তাঁর মৃত্যুর পর। আমেরিকার ম্যাসাচুসেটস শহরের কাছে আমহার্স্ট শহরে ১৮৩০ সালের […]