• Home  / 
  • বিশ্ব  / 

৮২ বছর বয়সে জেলে বসে স্কুলের গণ্ডি পেরোলেন সাবেক মুখ্যমন্ত্রী!

Spread the love

আয়না২৪ ডেস্ক

তিনি হরিয়ানা রাজ্যের  চার বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন একটি দুর্নীতি মামলায় জেল খাটছেন।

তিন হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ সংক্রান্ত  জালিয়াতির মামলায়  তাঁর কারাদণ্ড হয়েছিল।  ্এখন সেই দণ্ড ভোগ করছেন  দিল্লির তিহার জেলে  তিনি।

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়া সেই ওমপ্রকাশ চৌতালা যে নিজে ১২ ক্লাসের গণ্ডি পেরোতে  পারেননি এত বছরে সেটা অনেকেরই অজানা ছিল। ৮২ বছর বয়সে গিয়ে এখন জেল থেকে পরীক্ষা দিয়ে  পাস করেছেন তিনি।

হরিয়ানা রাজ্যের চার বারের  সাবেক  মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ভারতের সাবেক উপ প্রধানমন্ত্রী ও জাঠ নেতা দেবী লালের ছেলে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস ’ সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতৎকারে মি. চৌতালার ছেলে অভয় চৌতালা জানিয়েছেন, “জেলে থাকার সময়টাকে ভাল কাজে লাগাতে চেয়েছেন বাবা। নিয়ম করে তিনি রোজ জেলের লাইব্রেরিতে যান। জেল আধিকারিকদের বলে নিজের পছন্দের বইপত্র আনাবার ব্যবস্থাও করেন।”

১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে হরিয়ানায় তিন হাজার ২০৬ জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল নথিপত্র জাল করে।

উচ্চশিক্ষিত প্রার্থীদের নাম কেটে দিয়ে নিয়োগ তালিকায় ঘুষ নিয়ে অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই মামলাতেই ওম প্রকাশ চৌতালা সহ আরও ৫৪ জনকে আদালত দোষী সাব্যস্ত করে। সূত্র- বিবিসি