আয়না২৪ ডেস্ক
সিরিয়ার তারতুস নৌঘাঁটির উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে চুক্তি সই করেছে রাশিয়া ও সিরিয়া। বহু বছর ধরে ভূমধ্যসাগরের ওই ঘাঁটিটি ব্যবহার করে আসছে রাশিয়া। ঘাঁটিটিকে আগামী কয়েক দশক ধরে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে এ চুক্তি সই হয়েছে।
বুধবার দামেস্কে এই চুক্তি সই হলেও শুক্রবার এর ঘোষণা দেয়া হয়। চুক্তি অনুযায়ীআগামী ৪৯ বছরের জন্য ঘাঁটিটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে রাশিয়া। এ ছাড়া এ সময়ের মধ্যে কোনো পক্ষ আপত্তি না জানালে এই মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আরো ২৫ বছরের জন্য এটির নবায়ন হয়ে যাবে।
এ চুক্তির ফলে রাশিয়া তারতুস নৌঘাঁটিকে নিজের মতো করে পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করতে পারবে। মস্কো ঘোষণা করেছে, পরমাণু চালিত জাহাজ ও ডুবোজাহাজসহ একসঙ্গে যাতে ১১টি রুশ রণতরী ভিড়তে পারে সেরকম করে তারতুসকে গড়ে তোলা হবে।
দামেস্ক ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, তারতুস নৌঘাঁটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করবে। এ ছাড়া, এটি একটি প্রতিরক্ষামূলক ঘাঁটি এবং কোনো দেশের জন্য এটি হুমকি সৃষ্টি করছে না বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, তারতুস ঘাঁটির নৌ ও আকাশ নিরাপত্তা দেবে রাশিয়া। অন্যদিকে সিরিয়া এটির স্থল নিরাপত্তা নিশ্চিত করবে।