• Home  / 
  • বিশ্ব  / 

৩৫ কূটনীতিককে বহিস্কার যুক্তরাষ্ট্রের, রাশিয়ার সমুচিত জবাবের ঘোষণা

ডিসেম্বর ৩০, ২০১৬
Spread the love

আয়না২৪ডেস্ক

প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে  বৃহস্পতিবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটন ডিসি দূতাবাস ও সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে কর্মরত ওই কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে বলে রয়টার্সের খবর  

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও নিউইয়র্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত রাশিয়ার দুটি কার্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক কিছু ব্যবস্থা নেবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলেন

হাওয়াইয়ে অবকাশে থাকা ওবামা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর আঘাতের চেষ্টার বিরুদ্ধে এটি একটি জরুরি ও সঠিক পদক্ষেপ।”

সব আমেরিকানেরই রাশিয়া সম্পর্কে সতর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ওবামা প্রশাসনের শেষ দিনগুলোতে নেওয়া নতুন এ সিদ্ধান্ত এমন এক সময় এল যখন সিরিয়া ও ইউক্রেইন নিয়ে দুই দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের সময়ের পর সবচেয়ে তলানিতে ঠেকেছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিবিসি জানিয়েছে, রাশিয়া ইতোমধ্য পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র বলেছেন, ক্রেমলিন যে ব্যবস্থা নিতে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের অস্বস্তিতে পড়বে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনের সময় হওয়া হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত।

এদিকে গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন অবরোধের বিষয়টিকে নাকচ করে দিয়ে বলেছিলেন, ‘আমাদের এখন সামনে এগিয়ে যাওয়া উচিত’ তিনি আরও বলেন, ‘কে হ্যাক করেছে তার কোনো চূড়ান্ত প্রমাণ নেই

মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিঃসন্দেহে সমুচিত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র তাৎপর্যপূর্ণ অস্বস্তিতে পড়বে।

তবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাশিয়া তাড়াহুড়া করবে না বলে উল্লেখ করেন পেসকভ। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছেন ওবামা। সপ্তাহ তিনেকের মাথায় ট্রাম্প দায়িত্ব নেবেন। রাশিয়ার দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই বিবেচনায় থাকবে।