অনলাইন ডেস্ক
সৌদি আরবের প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের জন্য সংস্থাটি এই দাবি জানায়।
এইচআরডাব্লিউ এক নিবন্ধে এই আহ্বান জানায়। ওই নিবন্ধটি ওয়াশিংটন পোস্টে প্রকাশ হয়েছে। নিবন্ধের লেখক জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের উপ পরিচালক অক্ষয় কুমার ইয়েমেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের জন্য সৌদি যুবরাজ এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমানের কঠোর সমালোচনা করেন।
অক্ষয় কুমার বলেছেন, সৌদি আরব ইয়েমেনের ওপর অন্যাভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এ জন্য সৌদি সেনাদের যুদ্ধাপরাধের জন্য সালমানের নেতৃত্ব দায়ী। ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করায় দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছেন এবং সাধারণ রোগের চিকিৎসা সামগ্রীও তাদের কাছে পৌঁছানোচ্ছে না। এ অবস্থায় সালমান ও কথিত আরব জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে তিনি আহবান জানান।