সৌদি আরবে ট্রাম্পের তলোয়ার নাচ (ভিডিও দেখুন)

Spread the love

আয়না২৪ ডেস্ক

মুসলমানদের  নিয়ে  বিরূপ মন্তব্য করে নির্বাচনী বৈতরণী পার হওয়া  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  এবার সৌদি আরব সফরে  গিয়ে সে দেশের ঐতিহ্যবাহী  তলোয়ার নাচে অংশ নিয়েছেন।   মোরাব্বা প্যালেসের বাইরে সৌদি আরবের ঐতিহ্যবাহী এই নাচে অংশ নিতে দেখা যায় তাকে। নির্বাচনী প্রচারে মুসলমানদের প্রতি বৈরী ও বিদ্বেষপ্রসূত মন্তব্য করে  মুসলমান দেশগুলোতে বিতর্ক ও বেশ ক্ষোভের জন্মি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন যুক্তরাষ্ট্র থেকে মুসলমানদের বহিস্কারের কথাও। 

কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ভোল পাল্টানো ট্রাম্প প্রথমেই যে দেশটি সফরের জন্য বেছে নেন সেটি হচ্ছে সৌদি আরব। আর তার এই সফর নিয়ে বিশ্বব্যাপি নানা কৌতূহল ও আলোচনা চলছে। 

শনিবার স্ত্রী ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্পকে নিয়ে দুদিনের সফরে সৌদি আরবে যান ট্রাম্প। এরপর ট্রাম্পের ইসরা্ইল, ভ্যাটিকান সিটি, বেলজিয়াম এবং ইতালি  সফরে যাওয়ার কথা। ন্যাটো এবং জি–৭ বৈঠকে অংশ নেবেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ট্রাম্প বিদেশ সফরে গেলেন । তাঁর সফরসঙ্গী রয়েছেন মেয়ে ইভাঙ্কা  এবং জামাই জেরাড কুশনার।

 সৌদি আরবের ঔতিহ্যবাহী তরবারি নাচের ভিডিওতে দেখা যায়, বিদেশ সচিব রেক্স তিলারসন এবং বাণিজ্য সচিব উইলবার রস সরকারি নৈশ্যভোজে যাওয়ার আগে তলোয়ার হাতে নাচে অংশ নিয়েছেন।

হাসিমুখে নাচতে দেখা গেল ট্রাম্পকেও। তবে সেখানে ট্রাম্পের   তুলনায় হোয়াইট হাউস চিফ স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যানন এবং চিফ অব স্টাফ রেন প্রিবাস ছিলেন অনেকটা রক্ষণশীল। ড্রাম বাদন, কবিতা আবৃত্তি সহযোগে এই তলোয়ার নাচের নাম ‘‌অর্ধ’‌।

সৌদি আরব সফরে গিয়ে অনেক বিশ্ব নেতাকেই অর্ধ নাচতে দেখা গেছে।  ২০১৪ সালে ব্রিটিশ যুবরাজ চার্লস, ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এই  নাচ করেন।