• Home  / 
  • বিশ্ব  / 

সিরিয়ায় রাসায়নিক হামলার জবাবে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

এপ্রিল ৭, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

 সিরিয়ার ইদলিবে ভয়াবহ রাসায়নিক হামলার  জবাবে এবার দেশটির বিদ্রোহী অধ্যুষিত শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব-ভূমধ্যসাগরের একটি নৌ ঘাটি থেকে সিরিয়ান সময় ৪ টা ৪০ মিনিটে দেশটির শায়ারাত বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫৯ টি টমাহ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।- সূত্র বিবিসি
 
মার্কিন এক টেলিভিশনের বরাতে বিবিসি জানাচ্ছে, ‘গত মঙ্গলবারে ঠিক যেখান থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিলো, সেই স্থানটি লক্ষ করে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ এছাড়া সিরিয়ায় চলমান সংঘাত বন্ধ করতে তিনি সকল সভ্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বলেও জানা গেছে।
 
এর আগে, সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাসায়নিক গ্যাস হামলায় ২০ শিশুসহ অন্তত ৭২ জন নিহত হওয়ায় এর দায় ওই অঞ্চলের বিদ্রোহীদের উপর চাপায় রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, সিরিয়ান বিমান হামলার স্থানে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়েছে বিদ্রোহীদের অস্ত্র থেকে।
 তবে ওই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  সিরিয়ার  বাশার আল আসাদ সরকারকে দায়ী করেছেন। একে ‘মানবতার অপমান’ উল্লেখ করে সিরিয়ার নেতৃত্বের বিরুদ্ধে ‘যেকোনো কিছু হতে পারে’ বলেও সতর্ক করেন ট্রাম্প।
বিশ্ব সম্পদ্রায়ের মিশ্র প্রতিক্রিয়া
সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার গভর্নর। বার্তা সংস্থা এএফপির বরাতে বিবিসি এ খবর জানাচ্ছে।  
 
গভর্নর তালাল বারাজি বলেছেন, ‘হতাহতের সংখ্যা অনেক, তবে এখনো আমরা তার প্রকৃত সংখ্যা বলতে পারছিনা।’ তথাকথিত ইসলামিক স্টেটকে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে বলা হলেও, ঘাঁটিটি সিরিয়ান বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হতো বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, এর আগে পূর্ব-ভূমধ্যসাগরের একটি নৌ ঘাটি থেকে সিরিয়ান সময় ৪ টা ৪০ মিনিটে দেশটির শায়ারাত বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫৯ টি টমাহ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
 
এদিকে মার্কিন এই ক্ষেপণাস্ত্র হামলাকে সম্পূর্ণরূপে সমর্থন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাসায়নিক অস্ত্রের ব্যবহার মোটেও সহ্য করা হবেনা বলে এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ইসরাইল ট্রাম্পের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিচ্ছে।’ তাছাড়া এর মাধ্যমে শুধু আসাদ সরকারকেই নয়, তেহরান, পিয়ংইয়ং ও বিশ্বের অন্যান্য অঞ্চলের উদ্দেশ্যেও এর বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
 
মার্কিন এই হামলার মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের পতন ঘটাতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির আইনসভার উচ্চকক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রধান ভিক্টর ওজেরভ বলেছেন, এই হামলার প্রতিবাদে অচিরেই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানাবে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এই সত্যতা নিশ্চিত করছে। তবে পেন্টাগন বলছে, এই হামলা সম্পর্কে আগেই রাশিয়াকে অবহিত করা হয়েছিলো। 
যুক্তরাষ্ট্র-রাশিয়া বিমান নিরাপত্তা চুক্তি স্থগিত মস্কোর
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় সিরিয়াতে নিরাপদে বিমান চলাচল ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সমঝোতা স্মারক স্থগিত করলো রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
 
এর আগে, মার্কিন এই হামলার মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির আইনসভার উচ্চকক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রধান ভিক্টর ওজেরভ বলেছেন, এই হামলার প্রতিবাদে অচিরেই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানাবে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এই সত্যতা নিশ্চিত করছে। তবে পেন্টাগন বলছে, এই হামলা সম্পর্কে আগেই রাশিয়াকে অবহিত করা হয়েছিলো।
 
উল্লেখ্য, পূর্ব-ভূমধ্যসাগরের একটি নৌ ঘাঁটি থেকে সিরিয়ান সময় চারটা ৪০ মিনিটে দেশটির শায়ারাত বিমান ঘাঁটি লক্ষ্য করে ৫৯টি টমাহ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।