শ্রীলংকায় মাঝসমুদ্র থেকে হাতি উদ্ধার

জুলাই ২৪, ২০১৭
Spread the love

আয়না২৪ডেস্ক

সমুদ্রে ভেসে যাওয়া দুইটি বন্য হাতিকে উদ্ধার করেছে শ্রীলংকার নৌবাহিনী। বিগত কয়েক সপ্তাহে এমন ঘটনা দ্বিতীয়বারের মত ঘটল।

প্রকাশিত ছবিতে দেখা যায়, উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গভীর সমুদ্রে কোনোমতে শুঁড় উঁচিয়ে নিঃশ্বাস নিচ্ছে হাতিগুলো। শ্রীলংকার নৌবাহিনী জানায়, হাতিদের উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি, দড়ি ও যুদ্ধ নৌযান ব্যবহার করে উদ্ধার করা হয়।

শ্রীলংকার নৌবাহিনী জানায়, দুই হাতিকে উপকূলে পৌঁছে দিয়ে ত্রিনকোমালি জেলার ফাউল পয়েন্ট জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়া হয়। হাতিগুলো খুবই সৌভাগ্যবান যে তারা নৌবাহিনীর প্যাট্রল নৌযানের নজরে পড়ে, পরবর্তীতে তারা উদ্ধারকাজে অন্যান্য নৌযানকে ডেকে পাঠায়।

দুই সপ্তাহ আগে একই এলাকায় উপকূল থেকে ৮ কিলোমিটার দূরে এক হাতিকে উদ্ধার করে নৌবাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, হাতিগুলো দ্বীপগুলোর অগভীর হ্রদ পার হতে গিয়ে সম্ভবত স্রোতের তোড়ে মাঝসমুদ্রে চলে গেছে।