আয়না২৪ ডেস্ক
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে রিজেন্টস ক্যানেলের কাছে একটি ফ্ল্যাট ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। লন্ডন ফায়ার ব্রিগেড অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে বলে ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে।
বেথনাল গ্রিনের ম্যাক স্ট্রিটে অবস্থিত নির্মাণাধীন বহুতল ওই ভবনটিতে স্থানীয় সময় সকাল ১১টার দিকে আগুন লাগে এবং খবর পেয়ে ১২টি ফায়ার ইঞ্জিনে অগ্নিনির্বাপক বাহিনীর ৮০ সদস্য ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। ভবনটির ছাদের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তারা।
এর আগে মধ্য লন্ডনে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লাগে। একটি ফ্রিজ থেকে গ্রেনফেল টাওয়ারে আগুন ধরে বলে পরবর্তীকালে জানায় পুলিশ। এই ঘটনায় সর্বশেষ ৭৯ জন নিহত হওয়ার কথা জানানো হয়। পুলিশ জানায়, ভবনটির অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা যথাযথ ছিল না।