• Home  / 
  • বিশ্ব  / 

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, এতে হস্তক্ষেপ করবেন না: রাশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে চীনের পর এবার মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে অন্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।
গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাকারভ এই আহবান জানিয়েছেন।
 
তিনি সাংবাদিকদের বলেন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা দেশটির ভেতরে ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে পারে। আমরা আন্ত:ধর্মীয় সংলাপের ওপর জোর দিচ্ছি। রাশিয়া জানিয়েছে, ঘর-বাড়ি ছাড়া মানুষদের ফিরিয়ে নিতে মিয়ানমার পদক্ষেপ নিচ্ছে। স্পুটনিক ইন্টারন্যাশনাল।