রাম রহিমের পালিত কন্য হানিপ্রীত কোথায়?

সেপ্টেম্বর ১৬, ২০১৭
Spread the love

 

আয়না২৪ ডেস্ক

সিরসাতেই কি গা ঢাকা দিয়ে রয়েছেন গুরমিত রাম রহিমের পালিত মেয়ে হানিপ্রীত?‌ তবে তিনি নেপাল পালিয়ে গিয়েছেন এমন  ধারণাও করছে পুলিশ। এজন্য ইন্দো–নেপাল সীমান্তে তল্লাশি অভিযানও চালানো হয়েছে। গত ২৮ অগাস্ট পাঁচকুলা সিবিআই আদালত রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই বেপাত্তা তাঁর পালিত মেয়ে হানিপ্রীত সিং ইনসান। 

 তবে রাম রহিমের সাবেক গাড়ি চালক খাট্টার সিংয়ের  দাবি, ‘‌বেশিদূর হয়ত যাননি হানিপ্রীত। পুণে, ছত্তিশগড় অথবা হিমাচলপ্রদেশে গা ঢাকা দিয়ে থাকতে পারেন। শেষ পর্যন্ত সিরসাতে তাঁকে পাওয়া গেলেও অবাক হব না।’‌ ডেরার সদর দপ্তর হরিয়ানার সিরসায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছেন নিরাপত্তাকর্মীরা। তবে সেখানে হানিপ্রীতের দেখা মেলেনি।  

 গুরমিত রাম রহিম ধর্ষণ মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন।   এছাড়াও তাঁর বিরুদ্ধে দু’‌টি খুনের মামলা চলছে। শনিবার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতে তার শুনানি ছিল। রোহতকের সুনারিয়া জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাতে যোগ দেন ধর্ষক গরমিত রাম রহিম ইনসান। তবে  শুনানি শুরু হতেই মামলাটি অন্যদিকে মোড় নিয়েছে রাম-রহিমের সাবেক গাড়ি চালক খাট্টা সিং  রাজসাক্ষী হতে চায় বলে আদালতকে জানানোর পর। তবে এখনও পর্যন্ত  খাট্টারের বক্তব্য রেকর্ড হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে এফিডেভিট দায়ের করেছেন।

খাট্টার সিংয়ের দাবি,   তার কাছে নাকি আরও চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এতে  মামলা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। তবে কী ধরনের তথ্য রয়েছে সংবাদমাধ্যমকে তা জানাতে রাজি হয়নি খাট্টার সিং। একমাত্র বিচারপতির সামনেই সবকিছু খোলসা করবেন বলে জানান।

এর আগে ২০০৭ সালে ভাটিণ্ডা হিংসার ঘটনায় রাম রহিমের বিরুদ্ধে ধর্মীয় অশান্তি বাঁধানোর মামলা দায়ের হয়েছিল। সেবারও ডেরা প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তার সাবেক এই গাড়ি চালক। কিন্তু শুনানি চলাকালীন ২০১২ সালে আচমকাই তিনি বক্তব্য পাল্টান। লাগাতার হুমকির জেরেই তিনি পিছিয়ে আসতে বাধ্য হন বলে দাবি তার আইনজীবী নবীকরণ সিংয়ের। খাট্টার নিজেও তা স্বীকার করেছেন। জানিয়েছেন, ‘রাম রহিম ‌অত্যন্ত প্রভাবশালী। চাইলে যা ইচ্ছা করতে পারত। তাই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তবে ফের নতুন করে জবানবন্দি দিতে রাজি আছি।’‌