• Home  / 
  • বিশ্ব  / 

যুদ্ধ এড়াতে ভারত-চীনকে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব

যুদ্ধ এড়াতে ভারত-চীনকে আলোচনায় বসার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
Spread the love

আয়না২৪ ডেস্ক

সীমান্তে উত্তেজনা বাড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত ও চীন। দু’টি দেশই সীমান্ত থেকে সেনা সরাতে নারাজ।

অন্যদিকে এখনই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। আর সে জন্য ভারত এবং চীনের আলোচনায় বসা উচিৎ। ফোন করে চীন এবং ভারতের প্রতিনিধিদের এমনটাই বলেছে মার্কিন প্রশাসন।

এঅবস্তায় ডোকলামকে কেন্দ্র করে দু’মাস ধরে ভারত-চীন সীমান্তে অস্থিরতা চলছে। এই অচলাবস্থা প্রসঙ্গে মার্কিন প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে কংগ্রেসের মুখপাত্র হিথার নৌআর্ট জানিয়েছেন, তাঁরা দু’দেশের প্রতিনিধিকেই ফোন করেছিলেন। সরাসরি আলোচনা করে এই সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তাঁরা।

এর আগে, গত ১১ অগাস্টও মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে ভারত ও চীনকে কূটনৈতিক স্তরে আলোচনা করে ডোকলাম সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কোনও রকম আলোচনায় বসার আগে ভারতকে ডোকলাম থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে। অন্যদিকে, ভারতও পাল্টা জানিয়ে দিয়েছিল তাঁরা সেনা সরাবে না।