• Home  / 
  • বিশ্ব  / 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাসপাতলে গুলি, চিকিৎসক নিহত

জুলাই ১, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি হাসপাতালের চাকরিচ্যুত এক চিকিৎসকের গুলিতে ওই হাসপাতালের অপর এক চিকিৎসক নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে ব্রঙ্কস-লেবানন হসপিটাল সেন্টারে ঢুকে তাণ্ডব চালানোর পর আত্মহত্যা করেন চাকরিচ্যুত ওই চিকিৎসক। ঘটনাটি ‘কর্মস্থলের সঙ্গে সম্পর্কিত সহিংসতা’ বলে ধারণা করছেন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানিয়েছেন, সাদা একটি মেডিকেল ল্যাব কোট পরে বন্দুকধারী ওই হাসপাতালে গিয়েছিলেন। হামলা চালানোর পর তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ওই ভবনটিতে তল্লাশি চালিয়ে তাকে মৃত অবস্থায় পায়। নিজ বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। হামলায় এক নারী চিকিৎসক নিহত ও অপর ছয়জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।

এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাজিও। এটি কোনো ‘সন্ত্রাসী ঘটনা’ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।  সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক চিকিৎসক নিহত হয়েছেন। আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসক রয়েছেন। হামলাকারীকে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন তারা।

তবে মেয়র বা পুলিশ কেউই তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হামলাকারী চিকিৎসকের বা হতাহতদের পরিচয় প্রকাশ করেননি।

ব্রঙ্কস পৌরসভার প্রেসিডেন্ট রুবেন দিয়াজ হামলাকারী চিকিৎসের নাম ডাঃ হেনরি বেলো এবং তাকে হাসপাতালটি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে ডব্লিউএবিসি নিউজকে জানিয়েছেন। অন্যান্য গণমাধ্যম বেলোকে ফ্যামিলি মেডিসিনে বিশেষজ্ঞ ৪৫ বছর বয়সী চিকিৎসক বলে জানিয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্ক ডেইল নিউজের প্রতিবেদনে নাম উল্লেখ না করে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হওয়ার আগে নিজেই চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন বেলো।