মাফিয়া ডন দাউদের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা

এপ্রিল ২৯, ২০১৭
Spread the love

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভারতের চোখে সবচেয়ে ভয়ঙ্কর ফেরারি এ আসামিকে পাকিস্তানের করাচির আগাখান হাসপাতালে ভর্তি  করা হয়েছে বলে অসমর্থিত এক সংবাদে জানানো হয়েছে।

ভারতের আন্ডারওয়ার্ল্ডের কথিত ডন দাউদ ইব্রাহিম (৬১) হার্ট অ্যার্টাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। তবে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট সহযোগী ছোটা শাকিল জানিয়েছেন, তিনি (দাউদ) ভালো আছেন।

ভারতের মুম্বাই শহরে ১৯৯৩ সালে সিরিয়াল বোমা হামলায় ২৫৭ জন হত্যার জন্য দাউদ ইব্রাহিমকে দায়ী করা হয়। সেই হামলায় ৭০০ জন আহত হয়। ধারণা করা হয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স এর অর্থায়নে এবং নির্দেশে ঐ হামলা চালায়।

এছাড়াও ভারতে কয়েকটি সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসাবে এবং অর্থপাচার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের দাবি, দাউদ ইব্রাহিমকে আর্থিক সহায়তা করে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা এবং লস্করে-এ-তৈয়বা।

ভারত দীর্ঘ দিন ধরে কালো জগতের এই ডনকে খুঁজে বেড়াচ্ছে। দাউদ দুবাই এবং করাচিতে থেকে মুম্বাইয়ের আন্ডারওর্য়াল্ড নিয়ন্ত্রণ করছে। ভারতের দাবি গত এক বছর তিনি পাকিস্তানের সহায়তায় সেখানে একাধিক ঠিকানা ব্যবহার করে বসবাস করছে। জাতিসংঘের কমিটিও তার ৬ থেকে ৯টি ঠিকানা ব্যবহারের কথা নিশ্চিত করেছে।

ভারত কয়েক দফা প্রমাণসহ জাতিসংঘের কমিটির কাছে জানিয়েছে, দাউদ ইব্রাহিম করাচির ক্লিফটন রোডে বসবাস করছে। তবে ইসলামাবাদ বরাবরই পাকিস্তানে দাউদের অবস্থানের কথা নাকচ করে আসছে।

গত বছর দাউদ ইব্রাহিম তার বোনের ছেলের বিয়েতে পরিবারের সঙ্গে স্কাইপিতে কথা বলেছিলেন বলে জানা যায়। ভাগ্নে আলিসাহ পারকার হলেন তিন বছর আগে নিহত হওয়া তার গ্যাংস্টার বোন হাসিনা পারকারের ছেলে।