মানুষের চামড়ায় বানানো হচ্ছে ব্যাগ-বেল্ট!

ডিসেম্বর ৪, ২০১৬
Spread the love

আয়না২৪ ডেস্ক

এতোদিন শুনেছেন, গরু, মহিষ-ছাগল কিংবা  হরিণ, কুমির-বাঘের চামড়া দিয়ে  মেয়েদের পার্স, ব্যাগ, কোমরের বেল্ট তৈরির কথা।  কিন্তু   এগুলো মানুষের চামড়া দিয়েও  তৈরি হয় তা কি কেউ শুনেছেন!  নিশ্চয়ই এই খবরকে অবিশ্বাস্য মনে হয়।   এমন খবরে কারো কারো চোখ কপালেও উঠতে পারে। কিন্তু আসলে এই অবিশ্বাস্য খবরই এখন বাস্তব এবং সত্যি।  আর   এটা হচ্ছে  যুক্তরাজ্যে।  ‘হিউম্যানলেদার ডট কো ডট ইউকে’ নামের  কোম্পানি এসব তৈরি করছে।  প্রতিষ্ঠানটি  এনিয়ে  তাদের বিজ্ঞাপনও প্রকাশ করছে  তাদের বিপণন ওয়েবসাইটে।

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, অন্যান্য জীব-জন্তুর চামড়ার মতোই তাঁরা ব্যবহার করেন মানুষের চামড়াকে। যথাযথ ট্যানিংয়ের পরেই তাঁরা ব্যবহার করেন মানব-ত্বক। মানুষের চামড়া যে সর্বোচ্চ মানের গ্রেন লেদার, সেকথা তাঁরা গর্বের সঙ্গে বলছে। এর পরেই প্রশ্ন আসে, এই চামড়া তাঁরা জোগাড় করেন কোথা থেকে। এ ব্যাপারেও স্পষ্ট জবাব রয়েছে সংস্থাটির সাইটে। তাঁরা জানিয়েছেন, যে সব ব্যক্তি মৃ্ত্যুর আগে ত্বক দানের কথা ইচ্ছাপত্রে বলে য়ান, তাঁদের চামড়া থেকেই তৈরি হয় এই সব সামগ্রী। পিঠ ও পেটের চামড়াই যে এই সব পণ্য তৈরির জন্য সর্বোৎকৃষ্ট, তা-ও জানাচ্ছে সংস্থাটি। তাঁদের বক্তব্য, মানুষের চামড়ার এ ধরনের ব্যবহার অতীতেও ছিল। এককালে অ্যানাটমির বই মানুষের চামড়া দিয়েই বাঁধানো হতো।

মানুষের চামড়ায় পণ্য তৈরি কিন্তু বেআইনি নয়। কারণ জীবন্ত মানুষের গা থেকে তো আর ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে না! তবে মানব-চামড়ার পণ্য বেশ দামি জিনিস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা খুব কম পরিমাণেই এই সব পণ্য তৈরি করেন। কারণ তাঁরা জানেন, মানুষের চামড়ায় তৈরি বেল্ট পরতে অথবা মানিব্যাগ ব্যবহার করতে খুব কম মানুষই রাজি হন।