ভারতীয় সেনাদের হাতে আসছে ‘সুদর্শন চক্র’

জানুয়ারি ২০, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

কালান্তক সুদর্শন চক্র দ্বাপর যুগে শিরোশ্ছেদ করেছিল শিশুপালের। বিনাশ করেছিল আসুর শক্তির। ভগবান শ্রীকৃষ্ণের সেই বিধ্বংসী অস্ত্রের আদলে  এবার  ভারতীয় সেনার হাতে আসছে এক ধরনের নতুন মিসাইল। নতুন এই মিসাইল মুহূর্তের মধ্যে শত্রুদের  সেনাঘাঁটি তছনছ করে  ফিরে আসবে স্ব স্থানে। 

শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আদলে, ব্রহ্মস মিসাইলের নির্মাতা ‘ব্রহ্মস এরোস্পেস’ এমন একটি হাইপারসোনিক মিসাইল বানাচ্ছে যা শত্রু দেশের সামরিক ঘাঁটি ধ্বংস করে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে। এই মিসাইলটি পুনর্ব্যবহারযোগ্য। ব্রহ্মসের সিইও সুধীর কুমার মিশ্র জানিয়েছেন, শব্দের থেকেও ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে ‘হাইপারসনিক’ এই মিসাইলটি।

তিনি আরও জানান, নির্ধারিত লক্ষ্যে আঘাত হানার পর ক্ষেপণাস্ত্রটি ফিরে আসবে লঞ্চপ্যাডে। এই প্রজেক্টটি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের স্বপ্ন ছিল বলেও জানান মিশ্র। ভারতীয় মিসাইল প্রযুক্তির জনক রূপে পরিচিত ‘মিসাইল ম্যান’ কালাম চেয়েছিলেন একটি পুনর্ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করতে।