ভারতকে অতীতের চেয়েও চড়া মূল্য দিতে হবে: চীন

জুলাই ৬, ২০১৭
Spread the love

 

আয়না্২৪ ডেস্ক

চীনের সামরিক শক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমসের এক নিবন্ধে এ আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার দৈনিকটির ওয়েবসাইটে প্রকাশিত ইয়াং শেং’র লেখা ‘ইন্ডিয়া আর্জড টু ড্রপ ডিলিয়্যুশন অব মিলিটারি’ শীর্ষক নিবন্ধে এ আহ্বান জানানো হয়। নিবন্ধের উপ শিরোনামে বলা হয়েছে, ১৯৬২ সালের চেয়েও ব্যাপকতর হবে চীনের বিজয়।

নিবন্ধে বলা হয়, অবৈধভাবে চীনের এলাকায় ঢুকে পড়া সেনাদের অবিলম্বে সরিয়ে নেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বিরাজমান সামরিক সঙ্কট নিরসনের লক্ষ্যে এ আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশেষজ্ঞদের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়েছে, সামরিক সক্ষমতার ব্যাপারে অতিমাত্রায় আস্থাবান না হওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ভারতের সামরিক সক্ষমতায় ভীত হয়ে চীন সার্বভৌমত্বের বিষয়ে আপস করবে তাও না ভাবতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে গণচীন। বিশ্লেষকদের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়েছে, ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে সামরিক শক্তির দূরত্ব যা ছিল এখন তা আরো বেড়েছে। ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে সীমান্তে প্রথম যুদ্ধ সংঘঠিত হয়েছিল। অবশ্য এরপর ১৯৬৭ এবং ১৯৮৭ সালে আরো দুই দফা যুদ্ধ হলেও তার কোনটাই ‘৬২ সালের যুদ্ধের মতো ব্যাপক ছিল না।

এবার ৬২ সালের চেয়েও ভয়াবহ যুদ্ধ হতে পারে বলে ইংগিত দিচ্ছে চীন। সেখানে ভারতকে চড়া মূল্য দিতে হবেও জানায় দেশটি।