ভারত ও চীনকে সরাসরি আলোচনা করতে বলল পেন্টাগন

জুলাই ২২, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

সীমান্ত বিবাদ সংক্রান্ত ভারত ও চীনের সম্পর্কের উত্তেজনা কমাতে সরাসরি আলোচনার করার পক্ষে আমেরিকা।

আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র গ্যারি রোস বলেছেন, উত্তেজনা প্রশমনে আমরা ভারত ও চীনকে সরাসরি আলোচনা করতে উত্সাহিত করছি।

ভারত ও চীনের মধ্যে উত্তেজনার আরও চড়বে কিনা, এই প্রশ্নের উত্তরে রোস বলেছেন, এ ধরনের কোনও অনুমান তাঁদের নেই।

পেন্টাগন বলেছে, কোনও রকম ‘জবরদস্তিমূলক বিষয়’ না রেখেই আলোচনায় বসা উচিত ভারত ও চিনের।

গত এক সপ্তাহ ধরে মার্কিন পররাষ্ট দফতরও একই ধরনের বিবৃতি দিয়েছে। কিন্তু পেন্টাগন ভারত ও চীনের মধ্যে সরাসরি আলোচনা করার পাশাপাশি কোনও ‘জবরদস্তিমূলক বিষয়’ না রাখার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছে।

পেন্টাগনের এই বিবৃতি যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ। কেননা, বিগত কয়েক বছরে চীনের প্রায় সমস্ত প্রতিবেশী দেশই সীমান্ত সমস্যার সমাধানে চীনের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ করেছে।

সিকিম সেক্টরে গত এক মাস ধরে চলা অচলাবস্থা চীনের সেই জোর খাটানোর কৌশলেরই অঙ্গ বলে মনে করা হচ্ছে। ওই এলাকার স্থিতাবস্থা বদল করাই চীনের ওই কৌশলের লক্ষ্য। যদিও ভারত চীনের এ ধরনের কৌশলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়াতে পেন্টাগনের এক পদস্থ কম্যান্ডার বলেছিলেন যে, চীন তাদের আর্থিক প্রতিপত্তিকে আঞ্চলিক রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য ব্যবহার করছে।