• Home  / 
  • বিশ্ব  / 

বান্ধবীকে বিয়ে করে ৩৩ বছরের সন্ন্যাস ছাড়লেন তিনি

এপ্রিল ১, ২০১৭
Spread the love

এএফপি অবলম্বনে

তিব্বতের বৌদ্ধ ধর্মের প্রধান চারটি ঘরানার একটির প্রধান, ধর্মগুরু থায়ে দোরজে তাঁর ৩৩ বছরের সন্ন্যাস জীবন পরিত্যাগ করে বান্ধবী রিনচেন ইয়াংজোমকে বিয়ে করে সংসার পেতেছেন ।  রিনচেন ইয়াংজোম হলেন ধর্মগুরু থায়ে দোরজের  ছেলেবেলার বান্ধবী।  

গেল সপ্তাহে তারা লামা পরিচয়ে ‘সাবেক’ তকমা এঁটে  দিল্লিতে বিয়ে করেন । রিনচেন ভুটানের মেয়ে তাঁর বয়স ৩৬ বছর। পড়াশোনা দিল্লি ও ইউরোপে। থায়ে দোরজে ও রিনচেনের বিয়ের ফলে যেমন লামার ৩৩ বছরের সন্ন্যাসজীবনের অবসান হলো, তেমনি তিব্বতি বৌদ্ধ ধর্মের একটি প্রধান পদ ‘কর্মপা লামা’ পদের অধিকারী নিয়ে দ্বন্দ্বেরও অবসান হলো।

তিব্বতি বৌদ্ধ ধর্মের প্রধান চারটি ঘরানার একটির প্রধান পদ হলো কর্মপা লামা। এই পদ নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। একটি সম্প্রদায়ের দাবি, তাদের সন্ন্যাসী থায়ে দোরজে এই পদের অধিকারী। তাঁকে শৈশব থেকে কঠোর নিয়মানুবর্তিতায় বড় করা হয়েছে কর্মপা লামার পদের জন্যই। আবার অন্য একটি সম্প্রদায় কর্ম কাগ্যর দাবি, তাদের সন্ন্যাসীই এই পদের উত্তরাধিকারী।

থায়ে দোরজের বিয়ের পর এই ‘কর্মপা লামা’র পদ নিয়ে আর কোনো দ্বন্দ্বই রইল না। এবার ‘কর্ম কাগ্য’ সম্প্রদায়ের সন্ন্যাসীই হবেন ‘কর্মাপা লামা’।