আয়না২৪ ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নিহতের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
শুক্রবার রামাল্লায় ইহুদি বসতির কাছে হওয়া এই ঘটনায় আরও এক ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী হালামিশ এলাকার একটি বাড়িতে ঢুকে ইসরায়েলিদের ছুরিকাঘাত করে।
হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। আহত আরেক নারীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হামলাকারীর নাম ওমর আল আবেদ। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
জেরুজালেমে নিরাপত্তা বাড়ানো নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।
পূর্ব জেরুজালেমে এবং পশ্চিম তীরে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়।
হারাম আল-শরিফ প্রাঙ্গণের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো ও সংঘর্ষের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিতে চান।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহ আগে ওই এলাকায় হামলায় তাদের দুই পুলিশ সদস্য নিহত হওয়ার কারণে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন।