• Home  / 
  • বিশ্ব  / 

পদচ্যুত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ গৃহবন্দি!

জুন ৩০, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

  সৌদি আরবের পদচ্যুত যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি রাখা হয়েছে বলে  নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত সপ্তাহে মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে সৌদি সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে বর্তমান বাদশাহ সালমানের প্রভাবশালী প্রিয় পুত্র মোহাম্মদ বিন সালমানকে নিয়োগ দেওয়া হয়।

অপর এক খবরে বলা হয়েছে,  স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি রাজপরিবারের বিশ্বস্ত দুটি সূত্র গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিৎ করে জানিয়েছে,  সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তাঁর জেদ্দার প্রাসাদে বন্দি করা হয়েছে।

কিন্তু একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করে রাখার খবর অস্বীকার করেছেন। খবর সিএনএন-এর।
খবরে বলা হয়, নিউইয়র্ক টাইমসের রিপোর্টে চার সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তা এবং সৌদি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করে রাখার দাবি করা হয়। এতে বলা হয়, তাকে জেদ্দায় তার প্রাসাদে অন্তরীণ রাখা হয়েছে। তাকে দেশত্যাগেও বাধা দেয়া হচ্ছে। কিন্তু সিএনএনকে ওই জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেন, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটি ‘অসত্য, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘সরকারি পদ থেকে সরে যাওয়া ছাড়া প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের কিছুই পরিবর্তন হয়নি। তিনি ঘরে অতিথিদের দাওয়াত দিচ্ছেন। ক্রাউন প্রিন্সের পদ থেকে সরে যাওয়ার পর প্রায় প্রতিদিন তিনি গৃহত্যাগ করছেন। এর বাইরেও তার চলাচলের ওপর কোনো বিধিনিষেধ নেই- হোক সেটা সৌদি আরবের অভ্যন্তরে বা বাইরে।’