• Home  / 
  • বিশ্ব  / 

নোট বাতিলের পর এবার বেনামী সম্পদ বাজেয়াপ্তের পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার

ডিসেম্বর ২৭, ২০১৬
Spread the love

আয়না২৪ ডেস্ক

ভারতে বড় নোট বাতিলের পর এবার রিয়েল এস্টেটে হানা দিতে চলছে মোদি সরকার। সে অনুযাী   জুলাই মাসে জমা দেওয়া করের ফাইল খতিয়ে দেখে বেনামি সম্পত্তি চিহ্নিত করার কাজ শুরু হবে শিগগিরই। কর আইনের ফাঁকফোঁকর কাজে লাগিয়ে  কাল টাকার মালিকেরা অনেকেই বেনামে সম্পত্তি কিনে রাখেন। এইভাবে সম্পত্তিতে বিনিয়োগ হয় বিপুল পরিমাণ কালো টাকা। আর এতে  বিমুদ্রাকরণের উদ্দেশ্য ই ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রের প্রত্যাশাকে ভুল প্রমাণ করে অতিরিক্ত নগদ টাকা জমা হয়েছে ব্যাংকে। এই অবস্থায় বেনামি সম্পত্তির বিরুদ্ধে অভিযান চালাতে চাইছে  মোদী সরকার।

কর দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘‌আগামী বছর এটাই আমাদের অগ্রাধিকার।’‌ ভারতে জমির মালিকানা কার হাতে রয়েছে তা নিয়ে বিতর্ক অনেক দিনের। অভিযোগ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, অনাবাসী ভারতীয়রা কর না দেওয়া নগদ দিয়ে বেনামে জমি–বাড়ি কিনে রাখেন। পরিবার বা বিশ্বস্ত কোনও কর্মচারীর নামে কিনলেও সেই সম্পত্তি ভোগ করেন তাঁরাই।

তথ্য অনুযায়ী, প্রত্যেক শহরে অন্তত ৫ থেকে ১০ শতাংশ সম্পত্তি এইভাবে লেনদেন হয়। সরকার যে এরকম কঠোর পদক্ষেপ করতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। রবিবার তাঁর সাপ্তাহিক ‘‌মন কি বাত’‌ অনুষ্ঠানে বলেছেন, বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ১ নভেম্বর থেকে দেশে চালু হয়েছে ‘‌বেনামি প্রপাটিজ ট্রানজেকশনস অ্যাক্ট’‌। ধরা পড়লে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আর সাত বছরের জেল হাজত নিশ্চিত। ‌‌