দেশে ফিরে ছেলের জন্য উপহার ‍ছিল মায়ের কঙ্কাল!

আগস্ট ৭, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

দীর্ঘদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বাড়িতে ঢুকেই মায়ের কঙ্কাল আবিষ্কার করলেন ছেলে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুম্বইয়ের আন্ধেরির লোখন্ডওয়ালা অঞ্চলে।

ঋতুরাজ সাহানি নামে ওই ব্যক্তি রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুম্বইয়ে ফেরেন। ফ্ল্যাটের বেল বাজালেও, ভিতর থেকে কেউ সাড়া দেননি। এরপর এক চাবি নির্মাতার সাহায্যে দরজা খুলে ভিতরে ঢুকেই মায়ের কঙ্কাল দেখতে পান তিনি।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। যা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, কয়েক সপ্তাহ আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তাই স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না পুলিশ আধিকারিকরা।

ওশিওয়ারা থানার সিনিয়র ইন্সপেক্টর সুভাষ খানভিলকর বলেছেন, ‘২০১৩ সালে আশা সাহানি নামে ৬৩ বছর বয়সি ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে তিনি এই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর ছেলে ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। গত বছরের এপ্রিলে মা-ছেলের শেষবার কথা হয়। সেই সময় আশাদেবী তাঁর ছেলেকে বলেন, তিনি নিঃসঙ্গ বোধ করছেন। ছেলে যেন তাঁকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। কিন্তু ছেলে দেশে ফেরার আগেই তাঁর মৃত্যু হল।’

খানভিলকর আরও বলেছেন, ওই আবাসনের দশম তলের একটি ফ্ল্যাটে থাকতেন আশাদেবী। সেই তলে মাত্র দুটি ফ্ল্যাট রয়েছে। দুটিই তাঁদের। অন্য ফ্ল্যাটের বাসিন্দারা বলেছেন, তাঁরা কিছু বুঝতে পারেননি। পচা গন্ধও পাননি তাঁরা। ঋতুরাজ এবং অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলে রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।