দুবাইয়ের টর্চ টাওয়ারে আবার ভয়াবহ আগুন

আগস্ট ৪, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেরিনা এলাকায় অবস্থিত ৮৬ তলা বিশিষ্ট সুউচ্চ টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে টর্চ টাওয়ারের ১০ তলায় আগুন লাগে। পরে তা ক্রমশ অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।

এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, টর্চ টাওয়ারটিতে আগুন জ্বলছে এবং তা থেকে ধোয়া উড়ছে। সেই সঙ্গে টাওয়ারটির কিছু অংশ ধসে পড়তেও দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।  

জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরে ভবনটির বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, এর আগে, ২০১৫ সালেও টর্চ টাওয়ারে একবার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। এ আগুনে টর্চ টাওয়ারটির ৫১তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১১ সালে নির্মিত হওয়া এ টাওয়ারটি এক সময় পৃথিবীর সুউচ্চ আবাসিক ভবন ছিল। ২০১১ সালে চালু হওয়া ভবনটিতে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে।