• Home  / 
  • বিশ্ব  / 

থানার গুদামঘর থেকে নয় লাখ লিটার মদ গায়েবঃ অভিযোগ ইঁদুরের বিরুদ্ধে

Spread the love

আয়না২৪ ডেস্ক

বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে সারা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনী মদের বোতল বাজেয়াপ্ত হওয়ার পরে সেগুলো বিভিন্ন থানার গুদামঘরে রাখা হয়েছিল। যার পরিমান ছিল নয় লাখ লিটার।
 
এরমধ্যে ৫ লাখ ১১ হাজার লাখ লিটার ভারতে তৈরি বিদেশী ব্রান্ডের মদ, প্রায় তিন লাখ লিটার দেশী মদ আর ১২ হাজার বিয়ারের বোতল।
 
এখন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বাজেয়াপ্ত হওয়া সেই সব মদের বোতলের হিসাব চাইতেই থানার কর্মকর্তারা জানিয়েছেন যে, বোতলের ছিপি নষ্ট করে ভেতরের মদ খেয়ে নিয়েছে ইঁদুরের দল, আর কিছু বোতল ভেঙ্গে গেছে। কিন্তু বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেওয়া এই তথ্য অবিশ্বাস্য লেগেছে শীর্ষ কর্মকর্তাদের।
 
যদিও সংবাদমাধ্যমের সামনে সেই সন্দেহটা প্রকট করেননি তারা, তবে বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ মদের বোতল কালো বাজারে চলে গেছে, না-কি সত্যিই ইঁদুরে মদ খেয়ে নিয়েছে – তারই তদন্ত শুরু হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসকে সিংঘল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, পাটনার আইজি- কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেওয়া হবে।
 
ইঁদুর দল মদ খেয়েছে কী-না, তা নিয়ে তদন্ত শুরুর দিনেই দুই পুলিশ কর্মী গ্রেপ্তার হয়েছেন মদ খাওয়ার দায়ে।
 
পাটনার জেষ্ঠ্য পুলিশ সুপার মনু মহারাজ বলেছেন, বৃহস্পতিবার একটি পুলিশ ব্যারাকে পরিদর্শন করতে গিয়ে তিনিই দুই পুলিশ সদস্যকে মদ্যপ অবস্থায় দেখতে পান। তাঁদের ধরতে গেলে মহারাজের ওপরেই চড়াও হন ওই দু’জন। এদের একজন আবার বিহার পুলিশ কর্মী সংগঠনের নেতা। আদালত দু’জনকেই জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। বিবিসি বাংলা।