আয়না২৪ ডেস্ক
আমেরিকার হুমকি পাত্তা না দিয়ে পুনরায় পরমাণু বোমার পরীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া৷ স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে এই তথ্য জানা গিয়েছে৷ পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল বানানো বন্ধ না করলে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হবে আমেরিকা- এমন হুমকি দিলেও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সেই হুমকিতে ভ্রুক্ষেপহীন দেশটির রাষ্ট্রপতি কিম জং উন৷
উত্তর ও দক্ষিণ দুই কোরিয়ার মধ্যে ক্রমশ বেড়ে উঠা সংঘাতময় পরিস্থিতির ওপর নজর রাখছে ‘৩৮ নর্থ’ নামের আমেরিকান এমন একটি সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পরমাণু পরীক্ষার জন্য সমস্ত সরঞ্জাম ও একটি পরমাণু পরীক্ষা কেন্দ্র তৈরি করছে উত্তর কোরিয়া৷ ২০০৬ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার পরমাণু পরীক্ষা করেছে পিয়ংইয়ং৷ ওই সংস্থাটি আরও জানিয়েছে, এপ্রিলের ১২ তারিখ পুংগেরি পরমাণু পরীক্ষাস্থলের ছবি তোলে একটি বাণিজ্যিক উপগ্রহ৷ ছবিগুলিতে প্রায় ১১টি পরমাণু পরীক্ষায় ব্যবহৃত সরঞ্জাম দেখা যাচ্ছে৷ তবে সংস্থাটির এই দাবি নস্যাৎ করে দক্ষিণ কোরিয়া জানিয়েছে এমন কোনও সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না৷
গত এক বছর যাবত বিশ্বের শক্তিধর দেশগুলোর চোখ রাঙানি উপেক্ষা করে পর পর পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান কিম৷ মহাশক্তিধর প্রতিবেশী চীনও সংযত করতে পারেনি দেশটিকে৷ ট্রাম্প উত্তর কোরিয়াকে দমন করার হুঙ্কার ছাড়তেই তাঁকে চ্যালেঞ্জ করে ক্ষেপণাস্ত্র ছোড়েন কিম জং উন৷ আমেরিকার হুমকি ও চোখ রাঙানিকে মোটেই পাত্তা দেননি তিনি৷