আয়না২৪ ডেস্ক
ট্রাম্প ঝড় এবার গিয়ে গড়ালো তা অস্কার মঞ্চে। মুসলিম প্রধান দেশগুলো থেকে অভিবাসী নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনার প্রতিবাদে এবার অস্কারের অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত বিদেশি ছবি ‘দ্য সেলসম্যান’ এর ইরানি অভিনেত্রী তারানে আলিদুসতি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০১৭ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন। এবার সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ইরানি চলচ্চিত্র দ্য সেলসম্যান। তবে অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ সিনেমার অভিনেত্রী।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে তারানেহ আলিদুস্তি লিখেছেন, ইরানিদের জন্য ট্রাম্পের ভিসা নিষিদ্ধ করাটা বর্ণবাদী আচরণ। এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা অন্য কিছু, আমি এর প্রতিবাদস্বরুপ ২০১৭ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অংশ নিব না।
দ্য সেলসম্যান সিনেমা পরিচালনা করেছেন ইরানি পরিচালক আসগর ফারহাদি। সিনেমাটি এর আগে কান, শিকাগো ও মিউনিখের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।