অায়না২৪ ডেস্ক
বেজিংয়ের তরফে একাধিক চাপ রয়েছে, তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড়ই রয়েছে নয়াদিল্লি। সিকিম-তিব্বত-ভুটান, সীমান্তে এই তিন জায়গার সংযোগস্থল থেকে এখনই সেনা সরাচ্ছে না ভারত।
একটি প্রজেক্টের কাজ চলছে সিকিম সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। তাই সেই জায়গা এখনই ছাড়ছে না ভারতীয় সেনারা।
ঝালং-এর জলঢাকা নদীর উপর চলছে হাইডেল প্রজেক্টের কাজ। ভুটান সীমান্ত থেকে সেটা খুব একটা দূরে নয়। চীন যদি ওই অঞ্চলে রাস্তা তৈরি করতে যায়, তাহলে এই প্রজেক্টে বাধা পড়তে পারে। চীন যদি এগোতে থাকে তাহলে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা সংকটে পড়বে।
এর ফলে কার্যত ভারতের মধ্যেই অবাধ প্রবেশ হয়ে যাবে চীন সেনাদের। এতে বাগডোগরা ও গুয়াহাটির সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এই ভৌগলিক অবস্থানের জন্য এখনই সেনা না সরানোর সিদ্ধান্তই নিয়েছে ভারত।
অন্যদিকে, বিশাল সেনা মহড়ায় নেমেছে চীন। সংবাদ সংস্থা জিনহুয়ার খবর, সদ্য সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অস্ত্রের প্রয়োগ করা হচ্ছে মহড়ায়৷ তাদের দাবি, সমুদ্রতল থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় বিশেষ যুদ্ধের জন্যই মহড়া৷
চীনা সোনাবাহিনীর মুখপাত্র কর্নেল উ কোয়াইন জানিয়েছেন, তিব্বতের মাটিতে ৩৫ টনের ট্যাংক নিয়ে মহড়া চলছে৷ এই সব ট্যাংকের লক্ষ্যভেদের ক্ষমতা ও পাল্লা পরীক্ষা করা হচ্ছে৷ কোনও দেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না৷