আয়না২৪ ডেস্ক
আগামী মাসেই হয়ত ভারতের অতি প্রাচীন দল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। তবে দলের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমেই এই দায়িত্ব নেবেন তিনি।
গতকাল শুক্রবার প্রবীণ কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি বলেছেন, ‘তাঁর উচিত এখনি দলের সভাপতির দায়িত্ব নেওয়া। তাতে দলেরও মঙ্গল, দেশেরও মঙ্গল।’ সম্প্রতি বার্কলে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাহুলও ‘প্রশাসনিক’ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানান। দল চাইলেই তিনি সেই দায়িত্ব নেবেন।
মইলি বলেছেন, কংগ্রেসের প্রত্যেকেই মনে করছে রাহুলকে সভাপতি হিসেবে দায়িত্ব দিতে দেরি হয়ে যাচ্ছে। তবে রাহুল নাকি সাংগঠনিক নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। এরপরেই এআইসিসি–র বৈঠকে সভাপতি নিয়ে ভোটাভুটি হবে। রাজ্যগুলিতে কংগ্রেসের ভোট শেষ হতে সেপ্টেম্বর গড়িয়ে যাবে। মইল বলেন, এরপরেই এআইসিসি নির্বাচন হবে।
রাজ্যে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মন দিয়েছেন রাহুল। প্রত্যেক রাজ্যের সমস্যা আলাদা। তাই রাজ্যওয়াড়ি আলাদা আলাদা কৌশল নেওয়া হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই ব্যাবস্থা। মইলির দাবি, নতুন পদ্ধতিতে কংগ্রেস সেজে উঠছে। রাহুলের নেতৃত্বে নতুন কংগ্রেসকে দেখা যাবে।