কোরীয় উপসাগরের দিকে এগোচ্ছে আরেক মার্কিন রণতরী

Spread the love

আয়না২৪ ডেস্ক

উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা সত্ত্বেও পুনরায় কোরীয় উপসাগরের দিকে আরো একটি রণতরী
পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে  এ খবর দিয়েছে বার্তা সংস্থা- সিএনএন। 
 
সিএনএনের প্রতিবেদন জানাচ্ছে, কোরীয় উপসাগরে পূর্বে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের সঙ্গে এক যৌথ মহড়ায় অংশ নিতে আরেক রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানকে প্রেরণ করা হয়েছে। 
 
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি আবারো উত্তর কোরিয়ার নতুন এ ধরণের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই এমন সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।
যদিও এর আগে, ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর পারমাণবিক হামলার ক্ষেত্রে অনেকটাই প্রস্তুত বলে ঘোষণা দেয় পিইংইয়ং। এছাড়া কোরীয় উপসাগরে মার্কিন রণতরী কার্ল ভিনসনকে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবিয়ে দেওয়ারও ঘোষণা দেয় তারা।  
মার্কিন নৌবাহিনীর সূত্রে আরো জানা গেছে, গত মঙ্গলবার জাপানের ইয়োকোসুকা থেকে কোরীয় উপসাগরের দিকে যাত্রা করে দ্বিতীয় মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান।