• Home  / 
  • বিশ্ব  / 

কিংবদন্তি‌ ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থের মৃত্যু

জানুয়ারি ১১, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

 কিংবদন্তি‌ ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সংবাদ হলিংওয়ার্থ সবার আগে দিয়েছিলেন। ১৯৩৯ সালে যুদ্ধ শুরু হওয়ার সময় পোল্যান্ড থেকে জার্মানিতে আসছিলেন ক্লেয়ার। জার্মান সেনাদের পোলিশ সীমান্ত গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের মধ্যে প্রথম তাঁরই নজরে আসে।

দুনিয়া কাঁপিয়ে দেওয়া সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘এক হাজার ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে পোলিশ সীমান্ত। দশম ডিভিশন পাল্টা হামলা চালাতে প্রস্তুত’। যদিও, প্রতিবেদনটি ক্লেয়ারের নামে প্রকাশিত হয়নি। তিনদিন পরে নাৎসিবাহিনীর আগ্রাসনের বিষয়ে বিশেষ খবর পাঠান ক্লেয়ার। সেটাও সকলকে নড়িয়ে দেয়। ১৯৯৪ সালে জেমস ক্যামেরন পুরস্কার পান ক্লেয়ার।

সাংবাদিকতা এবং সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৯৯ সালে তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় ‘হোয়াট দ্য পেপারস সে’। ১৯৭০ সালে কর্মসূত্রে বেজিংয়ে চলে আসেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সাংবাদিক।