আয়না২৪ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার বিষয়ে কৌশলগত ধৈর্য্যর যুগ শেষ হয়ে গেছে। সোমবার দুই কোরিয়ার সীমান্তে গিয়ে এ কথা বলেন তিনি।
কোরিয়া উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করতে সেখানে গেছেন পেন্স। রোববার উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান পেন্স। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া করে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াইয়ে নিজেদের প্রস্তুতি দেখাতে চেয়েছে দুই পক্ষ।
কোরিয়া যুদ্ধে লড়াই করেছেন মাইক পেন্সের বাবা। সেই যুদ্ধের অস্ত্রবিরতির স্মৃতিবিজড়িত পানমুনজাম গ্রাম ঘুরে দেখছেন তিনি। সেখানে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিও আনের পাশে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে পেন্স বলেন, উত্তর কোরিয়ার পূর্ববর্তী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কৌশলগত ধৈর্য্য ধারণ করেছিল পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো। এখন সেই যুগ শেষ। দক্ষিণ কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে পেন্স বলেন, আমরা আপনাদের শতভাগ সমর্থন দেব।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হোয়াং উত্তর কোরিয়ার হুমকি থেকে রক্ষা করতে বিতর্কিত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি মোতায়েন করায় ধন্যবাদ জানান। বিবিসি।