• Home  / 
  • বিশ্ব  / 

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

জুলাই ৪, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে । স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের দিকে ছোঁড়া হয়েছে  ।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাংহিয়ন এলাকার একটি বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে সিউল।

জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০ মিনিট আকাশে উড়েছে এবং এটি সম্ভবত জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জোন অঞ্চলে আঘাত হেনেছে।

জাপানের মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদি সুগা জানিয়েছেন, এ ঘটনায় ওই অঞ্চলে কোনো জাপানি জাহাজ ক্ষতিগ্রস্থ হওয়ার  সংবাদ এখনো পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ পরীক্ষা চালানো হলো। চলতি বছর এটি উত্তর কোরিয়ার ১১তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কয়েক বছর ধরেই পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। গত ৮ জুন সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। ক্ষুদ্রপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ১২৪ মাইল পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্খা রয়েছে দেশটির।